Have a look at this freaky peculiar creature,
You've never learnt or been taught by any teacher -
Don't think I am joking, really, I am serious...
If you don't obey my words, he'll just get furious!
Pumpkin-Plumpkin
(If) Pumpkin-Plumpkin dances –
Never approach the stables by any chances,
Don’t look left or right and don’t take backward glances;
Hang with all four legs from Ruckus-radish branches!
(If) Pumpkin-Plumpkin cries –
Beware! Never sit on rooftops under the skies;
Lie prone in tree-houses, blankets shoulder to thighs,
Sing ‘Radhe Krishna Radhe’ in deafening sighs!
(If) Pumpkin-Plumpkin laughs –
Stand on one leg by kitchen, with no stick or staffs;
Speak Persian in whispers, muffled by breath in halves;
Fasting all three meals, lie on grass like astray calves!
(If) Pumpkin-Plumpkin runs –
Make sure you all clamber up the windows at once;
Hookah water mixed with rouge, smear lips’n’cheeks in tons;
And dare not look skywards – stare not at stars or suns!
(If) Pumpkin-Plumpkin calls out –
Ride buckets, wear head-dress tight – be as bold and stout;
Like ointments, smear your head with pulp of spinach sprout;
With rock hard bricks and red hot stones, rub red your snout!
Those who’d ignore these and choose to laugh ’em away,
When Pumpkin-Plumpkin finds, they'd then seek what I say.
Then you’ll fathom which words of mine come true and how;
Don’t blame me at that time, for I warn you right now.
(Bengali original: Kumro-Potash)
Translated by Arkajyoti Banerjee
কুমড়োপটাশ
(যদি) কুম্ড়োপটাশ নাচে—
খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে ;
চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে ;
চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে ।
(যদি) কুম্ড়োপটাশ কাঁদে—
খবরদার ! খবরদার ! বসবে না কেউ ছাদে ;
উপুড় হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে,
বেহাগ সুরে গাইবে খালি 'রাধে কৃষ্ণ রাধে !'
(যদি) কুম্ড়োপটাশ হাসে—
থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে ;
ঝাপসা গলায় ফার্সি কবে নিশ্বাসে ফিস্ফাসে ;
তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে !
(যদি) কুম্ড়োপটাশ ছোটে—
সবাই যেন তড়বড়িয়ে জানালা বেয়ে ওঠে ;
হুঁকোর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে ;
ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে !
(যদি) কুম্ড়োপটাশ ডাকে—
সবাই যেন শ্যামলা এঁটে গামলা চড়ে থাকে ;
ছেঁচকি শাকের ঘন্ট বেটে মাথায় মলম মাখে ;
শক্ত ইঁটের তপ্ত ঝামা ঘষতে থাকে নাকে ।
তুচ্ছ ভেবে এ–সব কথা করছ যারা হেলা,
কুম্ড়োপটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা ।
দেখবে তখন কোন্ কথাটি কেমন করে ফলে,
আমায় তখন দোষ দিও না, আগেই রাখি বলে ।
By Sukumar Ray
Well done 👍👍 keep it up.
ReplyDeleteWell done
ReplyDelete