The Stolen
Moustache
The Big
Boss of Head Office, a man quiet’n’calm,
Who knew
that such a person would e’er fight or harm?
Fine he
was, in happy mood, mounted on his chair,
Dozing
off, suddenly got tempted in despair!
Gave a
start, threw hands and feet, popped up his eyeball,
Prompted
he, “Pick me quick, or surely I will fall!”
Some were
calling doctors, while some called the police,
Some
said, “Pick him carefully, he’ll bite lost if peace.”
Hustle-bustle,
helter-skelter, bustled and mobbed,
Shouted
the Big Boss, “Listen – My moustache is robbed!”
Moustache
stolen? So strange it seems! Really, is it?
The pair
remains there intact, reduced not a bit.
All try
to convince, a mirror in front holding,
Moustache
isn’t stolen, never happens such a thing.
Like
eggplants in oil, his blood came to boil, he stormed,
“I trust
none of you; of you all I’m well informed.
“Bushy
pricky, dirty broomsticky and such rash,
“The
milkman of Shyam Babu had such a moustache.
“Dare say
this moustache is mine, get ready, I’ll slay” –
Then he
began fining them, with the least delay.
Steaming
up, screaming loud, noted down that instance –
“They
take mile for an inch, don’t give them importance.
“Fool
dunderheads of office, their heads full of crap,
“None
knows where my moustache pair is, nor what did hap!
“Someday
I wish to swing from these fools’ moustache threads,
“I feel
like grazing off with spade these fellows’ heads!
“Moustache
isn’t your or mine, it has been bought by none –
“It owns
you’n’me, that’s the identity of one.”
Bengali original: Gnof Churi
Translated by Arkajyoti Banerjee
--------------------------------
গোঁফ চুরি
হেড অফিসের বড়বাবু
লোকটি বড় শান্ত,
তার যে এমন মাথার
ব্যামো কেউ কখনো জানত?
দিব্যি ছিলেন
খোসমেজাজে চেয়ারখানি চেপে,
একলা বসে ঝিম্ঝিমিয়ে
হঠাৎ গেলেন ক্ষেপে!
আঁৎকে উঠে হাত পা
ছুঁড়ে চোখটি ক'রে গোল,
হঠাৎ বলেন, "গেলুম গেলুম, আমায় ধরে তোল!"
তাই শুনে কেউ বদ্যি
ডাকে,
কেউবা হাঁকে পুলিশ,
কেউবা বলে, "কামড়ে দেবে সাবধানেতে
তুলিস।"
ব্যস্ত সবাই এদিক ওদিক
করছে ঘোরাঘুরি,
বাবু হাঁকেন, "ওরে আমার গোঁফ গিয়েছে
চুরি!"
গোঁফ হারানো ! আজব কথা
! তাও কি হয় সত্যি?
গোঁফ জোড়া তো তেমনি
আছে,
কমেনি এক রত্তি।
সবাই তাঁকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না,
মোটেও গোঁফ হয়নি চুরি, কক্ষণো তা হয় না।
রেগে আগুন তেলে বেগুন, তেড়ে বলেন তিনি,
"কারো কথার ধার ধারিনে, সব ব্যাটাকেই চিনি।
নোংরা ছাঁটা খ্যাংরা
ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা,
এমন গোঁফ তো রাখতো
জানি শ্যামবাবুদের গয়লা।
এ গোঁফ যদি আমার বলিস
করব তোদের জবাই"—
এই না বলে জরিমানা
কল্লেন তিনি সবায়।
ভীষণ রেগে বিষম খেয়ে
দিলেন লিখে খাতায়,
"কাউকে বেশি লাই দিতে
নেই,
সবাই চড়ে মাথায়।
আফিসের এই বাঁদরগুলো, মাথায় খালি গোবর,
গোঁফ জোড়া যে কোথায়
গেল কেউ রাখে না খবর।
ইচ্ছে করে এই
ব্যাটাদের গোঁফ ধরে খুব নাচি,
মুখ্যুগুলোর মুণ্ডু
ধরে কোদাল দিয়ে চাঁচি।
গোঁফকে বলে তোমার আমার–গোঁফ কি কারো কেনা?
গোঁফের আমি গোঁফের
তুমি,
তাই দিয়ে যায় চেনা।"
(By Sukumar Ray)
---------------------------------------
Best!
ReplyDelete